• Latest post

    সামনের কাতার পূরন না করে পেছনের কাতারে দাড়ানো ৷

    আবু হুরায়রা রাঃ বলেন, রাসূল ছাঃ বলেছেন, "যদি মানুষ জানত আযান দেয়া এবং ছালাত আদায়ের জন্য প্রথম সারিতে দাড়ানোর মধ্যে কি নেকি রয়েছে, তাহলে লটারি করা ব্যতীত তাদের কোন উপায় থাকত না ৷
    আর যদি তারা জানত ১ম সময়ে ছালাত আদায় করাতে কি নেকি রয়েছে, তাহলে তারা অন্যের আগে পৌছার আপ্রান চেষ্টা করত ৷ আর যদি তারা জানত এশা ও ফজর ছালাতের মধ্যে কি নেকি রয়েছে, তাহলে তারা এই ছালাত আদায়ের জন্য হামাগুড়ি দিয়ে হলেও আসত "
    (বুখারি, মুসলিম, মুশকাত, হা/৬২৮)

    সামনের কাতার পূরণ না করে পিছনের কাতারে দাঁড়ানো :

    অলসতার কারণে এই ত্রুটি অনেকের মাঝে লক্ষ্য করা যায়। সামনের কাতার পূরণ না করেই পিছনে আরেকটি কাতার করে দাঁড়িয়ে যায়। অথচ তাদের জানা নেই যে, এমনটি করলে ছালাত হবে না। উক্ত ছালাত পুনরায় ফিরিয়ে পড়তে হবে।

    عَنْ وَابِصَةَ أَنَّ رَسُوْلَ اللهِ   رَأَى رَجُلاً يُصَلِّى خَلْفَ الصَّفِّ وَحْدَهُ فَأَمَرَهُ أَنْ يُعِيْدَ.

    ওয়াবেছা (রাঃ) থেকে বর্ণিত, একদা রাসূল (ছাঃ) এক ব্যক্তিকে কাতারের পিছনে একাকী ছালাত আদায় করতে দেখলেন। অতঃপর তাকে পুনরায় ছালাত ফিরিয়ে পড়ার নির্দেশ দিলেন।[1]

    [1]. আবুদাঊদ হা/৬৮২, ১/৯৯ পৃঃ; তিরমিযী হা/২৩০, ১/৫৪ পৃঃ; ইবনু মাজাহ হা/১০০৪; ইরওয়া হা/৫৪১; মিশকাত হা/১১০৫; বঙ্গানুবাদ মিশকাত হা/১০৩৭, ৩/৬২ পৃঃ, ‘ছালাতের কাতার ঠিক করা’ অনুচ্ছেদ।