• Latest post

    পায়ে নূপুর পরা জায়েজ কি ? মেয়েদের পায়ে নূপুর পরা ইসলামের বিধান কি ?

    পায়ে নূপুর পরা জায়েজ আছে, যদি নূপুরটি শব্দবিহীন হয়ঃ

    حدثنا محمد بن رافع، حدثنا أبو بكر بن أبي أويس، حدثني سليمان بن بلال، عن العلاء بن عبد الرحمن، عن أبيه، عن أبي هريرة، أن النبي صلى الله عليه وسلم قال في الجرس ‏ "‏ مزمار الشيطان ‏"‏ ‏.‏

    আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
    নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ঘন্টা (নুপুর) শয়তানের বাদ্যযন্ত্র।
    সুনানে আবু দাউদ, হাদিস নং ২৫৫৬
    হাদিসের মান: সহিহ হাদিস

    حدثنا محمد بن عبد الرحيم، حدثنا روح، حدثنا ابن جريج، عن بنانة، مولاة عبد الرحمن بن حسان الأنصاري عن عائشة، قالت بينما هي عندها إذ دخل عليها بجارية وعليها جلاجل يصوتن فقالت لا تدخلنها على إلا أن تقطعوا جلاجلها وقالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ‏ "‏ لا تدخل الملائكة بيتا فيه جرس ‏"‏ ‏.‏

    'আবদুর রহমান ইবনু হাইয়্যান আল-আনসারীর (রাঃ) মুক্তদাসী বুনানাহ 'আয়িশাহ (রাঃ)-এর সূত্র থেকে বর্ণিতঃ:
    একদা তিনি 'আয়িশাহ (রাঃ)-এর নিকট উপস্থিত ছিলেন। তখন একটি ছোট বালিকাকে নিয়ে আসা হলো। বালিকার পায়ে নূপুরের আওয়াজ শুনে তিনি বলেন, এর পা থেকে নূপুর না খুলে তাকে আমার কাছে আনবেন না। তিনি আরো বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ যে ঘরে ঘন্টা থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করেন না।
    সুনানে আবু দাউদ, হাদিস নং ৪২৩১
    হাদিসের মান: হাসান হাদিস

    حدثنا علي بن سهل، وإبراهيم بن الحسن، قالا حدثنا حجاج، عن ابن جريج، أخبرني عمر بن حفص، أن عامر بن عبد الله، - قال علي بن سهل ابن الزبير - أخبره أن مولاة لهم ذهبت بابنة الزبير إلى عمر بن الخطاب وفي رجلها أجراس فقطعها عمر ثم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ‏ "‏ إن مع كل جرس شيطانا ‏"‏ ‏

    আলী ইবনু সাহ্ল ইবনু যুবাইর (রহঃ) থেকে বর্ণিতঃ:
    একদা তাদের এক মুক্তদাসী যুবাইরের (রাঃ) কন্যাকে নিয়ে 'উমার ইবনুল খাত্তাবের (রাঃ) নিকট এলো। তার (কন্যার) পায়ে নূপুর ছিল। 'উমার (রাঃ) তা কেটে ফেলে দিয়ে বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ প্রতিটি ঘন্টাধ্বনির সাথে একটি শয়তান থাকে।

    আবূ দাউদ এটি এককভাবে বর্ণনা করেছেন। এটি রয়েছে মুনযিরীর আত-তারগীব গ্রন্থে। মুনযিরী বলেনঃ তাদের মুক্তদাসী অজ্ঞাত। আর 'আমির, উমার ইবনুল খাত্তাবকে পাননি।
    সুনানে আবু দাউদ, হাদিস নং ৪২৩০
    হাদিসের মান: দুর্বল হাদিস

    عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «لا تصحب الملائكة رفقة فيها كلب أو جرس». رواه مسلم

    আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:
    তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘সেই কাফেলার সঙ্গে (রহমতের) ফিরিশতা থাকেন না, যাতে কুকুর কিম্বা ঘুঙুর থাকে।’’
    (মুসলিম ২১১৩, তিরমিযী ১৭০৩, আবূ দাউদ ২৫৫৫, আহমাদ ৭৫১২, ৮০৩৬, ৮২৩৭, ৮৩২৩, ৮৭৭২, ৮৮৪৫, ৯০৯৮, ৯৪৪৫, ৯৮০৫, ১০৫৫৮, দারেমী ২৫৭৬)
    রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৬৯৯
    হাদিসের মান: সহিহ হাদিস

    وعنه : أن النبي صلى الله عليه وسلم، قال: «الجرس مزامير الشيطان» . رواه مسلم

    উক্ত রাবী থেকে বর্ণিতঃ:
    নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘‘ঘণ্টা বা ঘুঙুর শয়তানের বাঁশি।’’
    (মুসলিম ২১১৪, আবূ দাউদ ২৫৫৬, আহমাদ ৮৫৬৫, ৮৬৩৪)
    রিয়াদুস সলেহিন, হাদিস নং ১৭০০
    হাদিসের মান: সহিহ হাদিস

    حدثنا أبو معمر، حدثنا عبد الوارث، حدثنا عبد العزيز، عن أنس ـ رضى الله عنه ـ قال لما كان يوم أحد انهزم الناس عن النبي صلى الله عليه وسلم قال ولقد رأيت عائشة بنت أبي بكر وأم سليم وإنهما لمشمرتان أرى خدم سوقهما، تنقزان القرب ـ وقال غيره تنقلان القرب ـ على متونهما، ثم تفرغانه في أفواه القوم، ثم ترجعان فتملآنها، ثم تجيئان فتفرغانها في أفواه القوم‏.‏

    আনাস (রাঃ) থেকে বর্ণিতঃ:
    তিনি বলেন, উহুদের যুদ্ধে সাহাবীগণ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। আমি দেখলাম, ‘আয়িশা বিন্‌তে আবূ বক্‌র ও উম্মু সুলাইম (রাঃ) তাঁদের আঁচল এতটুকু উঠিয়ে নিয়েছেন যে, আমি তাঁদের উভয় পায়ের গহনা দেখছিলাম। তাঁরা উভয়েই মশক পিঠে বয়ে সাহাবীগণের মুখে পানি ঢেলে দিচ্ছিলেন। আবার ফিরে গিয়ে মশ্‌ক ভর্তি করে নিয়ে এসে সাহাবীগণের মুখে পানি ঢেলে দিচ্ছিলেন। সহিহ বুখারী, হাদিস নং ২৮৮০
    হাদিসের মান: সহিহ হাদিস

    পায়ে নুপুর পরা জায়েজ কি ?
    পায়ের নুপুর

    আমরা আমাদের অবস্থান সম্পর্কে অবগত নই , আমরা কি সামনে এগোচ্ছি, না, স্থির আছি, না পিছিয়ে পড়ছি , সে সম্পর্কে জানতে আপনাদের মন্তব্য আশা করছি ৷ আপনার মূল্যবান মন্তব্যই আমাদেরকে ইসলামের প্রচার ও প্রসারে উৎসাহিত করবে ৷