• Latest post

    করোনা ভাইরাস থেকে বাঁচার দোয়া, কঠিন রোগমুক্তির দোয়া ৷

    আল্লাহর আযাব ও গযবকে ভয় করো এবং তাঁর নিকট প্রার্থনা করো।
    اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفوَ وَالعَافِيَةَ فِي الدُّنْيَا وَالْآخِرَة।

    🌺উচ্চারণঃ- আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল-আ-ফিয়াতা ফিদ্দুনয়্যা ওয়াল-আ-খিরাহ।

    অর্থঃ- হে আল্লাহ! আমি তোমার কাছে দুনিয়া ও আখেরাতের নিরাপত্তা প্রার্থনা করছি।” (তিরমিযী ৩৫৫৮নং)

    اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْبَرَصِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَمِنْ سَيِّءِ الأَسْقَامِ।
    🌺উচ্চারণঃ- আল্লা-হুম্মা ইন্নী আঊযু বিকা মিনাল বারাস্বি অলজুনূনি অলজুযা-মি অমিন সাইয়্যিইল আসক্বা-ম।

    অর্থঃ- হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট ধবল, উন্মাদ, কুষ্ঠরোগ এবং সকল প্রকার কঠিন ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি। (আঃদাঃ ২/৯৩, সঃতিঃ ৩/১৮৪, সঃনাঃ ৩/১১১৬)

    اَللّهُمَّ إِنِّيْ َأَعُوْذُ بِكَ مِنَ الصَّمَمِ وَالْبَكَمِ وَالْجُنُوْنِ وَالْجُذَامِ وَالْبَرَصِ وَسَيِّءِ الأِسْقَامِ।
    🌺উচ্চারণঃ- আল্লা-হুম্মা ইন্নী আঊযু বিকা মিনাল আজযি অলকাসালি অলজুবনি অলবুখলি অলহারামি অলক্বাসওয়াতি অলগাফলাতি অলআইলাতি অযযিল্লাতি অলমাস্কানাহ। অ আঊযু বিকা মিনাল ফাক্বরি অলকুফরি অলফুসূক্বি অশশিক্বা-ক্বি অননিফা-ক্বি অসসুমআতি অররিয়া-'। অ আঊযু বিকা মিনাস স্বামামি অলবাকামি অলজুনূনি অলজুযা-মি অলবারাস্বি অসাইয়্যিইল আসক্বা-ম।

    অর্থঃ- হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট অক্ষমতা, অলসতা, ভীরুতা, কার্পণ্য, স্থবিরতা, কঠোরতা, ৗদাস্য, দারিদ্র্য, লাঞ্ছনা এবং দীনতা থেকে আশ্রয় চাচ্ছি। তোমার নিকট অভাব-অনটন, কুফরী, ফাসেকী, বিরোধিতা, কপটতা এবং (আমলে) সুনাম ও লোক প্রদর্শনের উদ্দেশ্য থেকে পানাহ চাচ্ছি। আর আমি তোমার নিকট বধিরতা, মূকতা, উন্মাদনা, কুষ্ঠরোগ, ধবল এবং সকল প্রকার কঠিন ব্যাধি থেকে আশ্রয় প্রার্থনা করছি। (সঃ জামে'১/৪০৬)

    اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ مُنْكَرَاتِ الأَخْلاَقِ وَالأَعْمَالِ وَالأَهْوَاءِ وَالأَدْوَاءِ।
    🌺উচ্চারণঃ- আল্লা-হুম্মা ইন্নী আঊযু বিকা মিন মুনকারা-তিল আখলা-ক্বি অলআ'মা-লি অলআহওয়া-ই অলআদওয়া-'।

    অর্থঃ- হে আল্লাহ! অবশ্যই আমি তোমার নিকট দুশ্চরিত্র, অসৎ কর্ম, কুপ্রবৃত্তি এবং কঠিন রোগসমূহ থেকে আশ্রয় চাচ্ছি। (সঃ তিঃ ৩/১৮৪, সঃ জামে' ১২৯৮নং)

    ---আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী

    করোনা ভাইরা থেকে বাঁচার উপায়,
    করোনা ভাইরাস,